খালেদা জিয়ার মুক্তির দাবীতে নগর বিএনপির অনশন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত অনশন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন,নিষ্ঠুর সরকার কারাগারেও বেগম জিয়ার সাথে অমনাবিক আচরণ করছে। তার

কারামুক্তি দীর্ঘায়িত করতে এখন নতুন করে মামলা দেয়া শুরু করেছে। বেগম জিয়াকে কষ্ট দিতেই জামিন প্রক্রিয়া বিলম্বিত করছে। তিনি আজ বুধবার ( ১৪ ফেব্রুয়ারী ) বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত কেন্দ্র ঘোষিত ৩ দিনের কর্মসূচির শেষ দিনে দলীয় কার্যালয় মাঠে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন,বর্তমান সরকার চায় বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হউক। তাই কারাদন্ডের বিরুদ্ধে আপিল করতে রায়ের সত্যায়িত কপি দিতেও গড়িমসি করছে। এই সরকার অমানবিক সরকার, মানবতাবোধ নেই তাদের।

সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতেই বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। এই মামলার পিছনের সরকারের অন্যায় ইংগিত রয়েছে। তিনি বলেন, সরকার বিরোধী পক্ষকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে। তাই রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বিএনপিসহ বিরোধী দলের সভা সমাবেশের কর্মসূচি দিলেই সরকর ভীত হয়ে উঠে।

তাই পতনের আগে সরকার বিরোধী দলের উপর মরণ কামড় দিচ্ছে। শেষ চেষ্টা করছে নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে। এই সরকার বেগম খালেদা জিয়াকে ছাড়া আবারো ৫ জানুয়ারী মার্কা আর একটি একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু সেইটি দেশের জনগণ হতে দেবে না।

এদেশের জনগণ খালেদা জিয়াকে মুক্ত করেই আগামী নির্বাচনে যাবে ইনশাআল্লাহ। তিনি অনশন কর্মসূচি থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ বিভিন্ন থানায় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

চট্টগ্রাম বিএনপির ভারপ্রাত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে আবু সুফিয়ান বলেন, গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী সরকার আদালতের মাধ্যমে বেগম জিয়ার রাজনীতি ও নির্বাচনের ভাগ্য নির্ধারণের অপচেষ্টায় লিপ্ত।

কিন্তু তাদের সে আশা কখনোই বাংলার মাটিতে পূরণ হবে না। বেগম জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশ গ্রহণের ভাগ্য নির্ধারণ করবে এ দেশের জনগণ। আদালতের কোন ফরমায়েশী আদেশে নয়। তিনি বলেন,বেগম জিয়ার মুক্তির দাবীতে দেশের মানুষ এখন ফুসে ওঠেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে

সম্মানের সাথে মুক্তি না দিলে আন্দোলনের মাধ্যমে কারাগারের শৃংখল ভেংগে বন্দী খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবীর অসুস্থ শরীরেও গণ অনশন কর্মসূচিতে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।

বিকাল ৪ টায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে জুস পানের মাধ্যমে অনশন কর্মসূচি সমাপ্ত করেন বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট কবীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবুল কালাম আজাদ ও ড. নসুরুল কাদির চৌধুরী।

অনশন কর্মসূচিতে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ও সাধারণ জনগণ স্বতস্ফূর্তভাবে অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, প্রকৌশলী কে এম সুফিয়ান, সাংবাদিক জাহিদুল করিম কচি, অধ্যাপক শেখ মহিউদ্দিন,

চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মো. মিয়া ভোলা, হাজী মো. আলী, হারুন জামান, সৈয়দ আহমদ, অধ্যাপক নুরুল আলম রাজুু, নিয়াজ মো. খান, কামাল উদ্দিন কন্ট্রাক্টর, মো. ইকবাল চৌধুরী, এম এ হান্নান, যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহিন,ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মন্নান, আনোয়ার হোসেন লিপু,

মোশাররফ হোসেন দিপ্তী, টিংকু দাশ, গাজী মো. সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম হোসাইনী,সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, হাজী মো. তৈয়ব,প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, মহিলা দলের সভানেত্রী কাউন্সিলরমনোয়ারা বেগম মনি, সহসাধারণ সম্পাদক সামশুল আলম, জি. এম আইয়ুব খান,

এস এম জি আকবর, মো. শাহ আলম, আবু জহুর, সম্পাদকবৃনব্দ মোহাম্মদ আলী মিঠু,মাহমুদ আলম পান্না, এম আই চৌধুরী মামুন, হামিদ হোসাইন, হাজী নুরুল আকতার,ডা. সরোয়ার আলম, মশিউর আলম স্বপন, শহিদুল ইসলাম শহীদ, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, থানার সভাপতি মনজুর রহমান চৌধুরী, মোশাররফ হোসেন ডেপতি, মামুনুল ইসলাম হুমায়ুন, কাউন্সিলর মো. আজম,

মো. সেকান্দর মিয়া, হাজী হানিফ সওদাগর, সহসম্পাদকবৃন্দ এ কে এম পেয়ারু, রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, অধ্যক্ষ খোরশেদ আলম, মো. শাহাজাহান। আজাদ বাঙ্গালী, আবু মুসা, শহীদ আহমদ,ফয়েজ আহমদ, আবুল খায়ের মেম্বার, মোস্তাফিজুর রহমান ভুলু, আলী আজম,সালাহউদ্দিন লাতু, থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন,

আফতাবুর রহমান শাহীন, মনির আহমদ চৌধুরী, হাজী বাদশা মিয়া, মো. শাহাব উদ্দিন, রোকন উদ্দিন মাহমুদ, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, নগর ছাত্রদল নেতা বেলায়েত হোসেন ভুলু, এইচ এম রাশেদ খান, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.