চট্টগ্রাম ওয়াসার বোর্ডসভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৪৫তম বোর্ডসভা আজ শনিবার (১৭ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডরুমে ওয়াসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডঃ প্রকৌশলী এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় তেরটি আলোচ্য সূচীর মধ্যে ৪৪ তম সাধারণ সভার কার্যবিবরনী নিশ্চিত করন, চট্টগ্রাম ওয়াসা বোর্ড সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতির প্রতিবেদন, আয়-ব্যয় সম্পর্কে প্রতিবেদন, প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যক্রমের প্রতিবেদন, প্রকল্পের কাজের অগ্রগতির প্রতিবেদন, স্থানীয় সরকার বিভাগ,

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রেরিতব্য চট্টগ্রাম ওয়াসার ২০১৭-২০১৮ অর্থ বছরের সংশোধিত ও ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রাক্কলিত রাজস্ব বাজেট অনুমোদন, চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ কর্মচারী (অবসর ভাতা ও অবসরজনিত সুবিধাদি) প্রবিধানমালা-২০১৭” অনুমোদন, চট্টগ্রাম ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন চিটাগাং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট এন্ড স্যানিটেশন প্রকল্প এর

অধীনে Package – w5: Construction of Transmission Main from Kalurghat to Patenga BPS and related Distribution Pipelines শীর্ষক কাজে প্রাপ্ত দরপত্র সমূহের মূল্যায়ন প্রতিবেদন মন্ত্রনালয়ের মাধ্যমে সরকারী ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনে প্রেরনের জন্য বোর্ড সভার অনুমোদন, পানির অভিকর পূনঃনির্ধারন, গভীর নলকূপের লাইসেন্সের নাম পরিবর্তনের ফি নির্ধারন,

সেবা মাসের ফলশ্রুতিতে গভীর নলকূপের লাইসেন্সে মেয়াদ নির্ধারন এবং ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ক্ষমতায় সম্পাদিত কাজে অর্থ বরাদ্দের বিষয় অবহিতকরনসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সম্মানিত সদস্য অতি: সচিব জনাব মোঃ এখলাছুর রহমান, অতি: সচিব জনাব রইস উদ্দিন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/প্রকৌশল/অর্থ),সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রমে সহযোগিতা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.