নুর হোসেন স্মৃতি মিনিবার ফুটবল স্বাধীনতা গোল্ডকাপ উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে চর চাক্তাই হাই স্কুল মাঠে নুর হোসেন স্মৃতি মিনিবার ফুটবল স্বাধীনতা গোল্ডকাপ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের তরুণ সমাজকে কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি থেকে দূরে রাখার জন্য নিয়মিত খেলাধূলার অনুশীলন খুব জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল আজিম নুরু, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, নগর যুবলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য বখতেয়ার ফারুক, যুবনেতা আশরাফুল গণি, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, মরহুম নুর হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবী যুবনেতা আলহাজ্ব জাবেদ হোসেন।

এ.কে.এম আজিম উদ্দিনের সভাপতিত্বে ছাত্রনেতা আবদুল মুকিত এর পরিচালনায় উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন অনু, ১৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আলম, ১৮নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো: সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো: কামরুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন সুমন, যুবনেতা ইয়াছিন ভূঁইয়া, হাজী মো: নুরুজ্জামান, আতাউল করিম রাজু, যুবনেতা রাজীব সাহা, ওমর ফারুক ফয়সাল, মো: লিটন, মো: রায়হান প্রমুখ।

সভাশেষে প্রধান অতিথি আলহাজ্ব ফরিদ মাহমুদ উদ্বোধনী দিনের দু’দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের সাথে পরিচিত হন। টুর্ণামেন্টে ২৪টি দল অংশ নিয়ে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অবতীর্ণ হচ্ছে। উদ্বোধনী খেলায় দেওয়ানবাজার আমেনা স্মৃতি সংসদ ২-০ গোলে দক্ষিণ বাকলিয়া নুর জাহান স্মৃতি সংসদকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।

খেলার ফলাফল: দেওয়ানবাজার আমেনা স্মৃতি সংসদ ২-০ গোলে জয়ী। গোলদাতা: ২ গোল করেন মো: মিজান, ফলে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। রেফারী মো: মিজানুর রহমান, লাইনন্সম্যান: মো: আবদুর শুক্কুর, মো: শাহ পরাণ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.