খালেদার আপিল আবেদন গ্রহণ শুনানি চলছে

0

আদালত প্রতিবেদক, সিটি নিউজঃঃ  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল আবেদন গ্রহণ করে শুনানি শুরু করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে দুপুর ১২টার সময় এই শুনানি শুরু হয়। এর আগে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শুনানির জন্য এ দিন ঠিক করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে রয়েছেন আইনজীবী খুরশীদ আলম খান। খালেদার পক্ষে এ জে মোহাম্মদ আলী শুনানিতে অংশ নিয়েছেন।

গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল (আপিল নং ১৬৭৬/২০১৮) দায়ের করেন। আপিলের ফাইলিং আইনজীবী হয়েছেন আবদুর রেজাক খান।

সকাল সাড়ে ১০টার দিকে শুনানি শুরু হয়। খালেদা জিয়ার আইনজীবীরা আপিল গ্রহণের জন্য আবেদন জানালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রস্তুতির জন্য দুই ঘণ্টা সময় চান। আদালত তখন দুপুর ১২টায় শুনানি শুরুর আদেশ দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.