নয়াপল্টনে জল কামান, পন্ড বিএনপির কর্মসূচি

0

সিটি নিউজ ডেস্কঃঃ  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধার কারনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি বন্ধ হয়ে গেছে। পুলিশ জল কামান ব্যবহার করে নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। কেউ কেউ গেইটের সামনে বসে প্রতিবাদ করে।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি ) বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল সোয়া ১০টায় নয়াপল্টনে কিছু নেতাকর্মী জড়ো হয়ে কালো পতাকা প্রদর্শন করে। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগানের মাধ্যমে বিক্ষোভ করেন।

বেলা সোয়া ১১টায় পুলিশের বাধার মুখে নয়াপল্টন কার্যালয়ের ভেতরে অবস্থান নেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে প্রায় শতাধিক নেতাকর্মী নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ৩০ মিনিট বিক্ষোভ করার পর হঠাৎ পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের উপর চড়াও হয়। আহত হন বেশ কয়েকজন মহিলা দলের নেত্রী। কয়েকজন নেতাকর্মীকে আটকও করা হয়।

বেলা ১১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে ফের সড়কে এসে কালো পতাকা প্রদর্শন করতে চাইলে পুলিশ আবারও নেতাকর্মীদের উপর চড়াও হয়।  বিএনপি নেতাকর্মীদের সড়ক থেকে সরাতে এক পর্যায়ে পুলিশ জল কামানের নীল পানি নিক্ষেপ করে। তবে এমন পরিস্থিতিতেও পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.