বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

0

চন্দনাইশ প্রতিনিধি, সিটি নিউজঃঃ  চন্দনাইশের বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অতি উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন বরমা ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম।

উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী মাস্টার আহসান ফারুক। সভপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি শহিদুল আজম কাজমী সাহেদ। অনুষ্ঠান সমুহে বিশেষ অতিথি ছিলেন এসএমসির সাবেক সদস্য বলরাম চক্রবর্তী, বরমা মাদরাসার তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ আবুল বশর, এসএমসির সদস্য আনোয়ারুল ইসলাম, সো. জামাল উদ্দিন তালুকদার, সিরাজুল ইসলাম, মো. ইসহাক মিয়া,

চেমনআরা খানম, মোজাম্মেল হক তালুকদার, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, বরমা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক কাজী মাহমুদুর রহমান, ইউপি মেম্বার নওশা মিয়া, নারী অভিভাবক সুজিতা তালুকদার ও সাবেক শিক্ষক সলিল চক্রবর্তী।

পুরো অনুষ্ঠান তত্বাবধান করেন সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রিয়তোষ সেন, অমিত চৌধুরী, সমীরন কুমার দত্ত, গোপাল চৌধুরী, মো. নুরুল হোসেন, কাঞ্চন চক্রবর্তী, শিউলী দে, হালিমা বেগম, সুরঞ্জন চক্রবর্তী, শর্বরী দে, আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক উত্তম কুমার বড়ুয়া, অপু দেব, টিটন দে, মাওলানা মুহাম্মদ সরওয়ার হোসেন, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, ইতি চক্রবর্তী প্রমুখ শিক্ষকবৃন্দ।

১৮৮৩ সালে প্রতিষ্ঠিত ১৩৫ বছরের প্রাচীন বিদ্যাঙ্গনটিতে সহস্রাধিক শিক্ষার্থী  রয়েছে। বরাবরের মত এবারও জে এম সেন হাউজ, দেশপ্রিয় হাউজ, প্রিন্সিপাল কাসেম হাউজ ও শহীদ সবুর খান হাউজ (৪টি হাউজে) বিভক্ত হয়ে শিক্ষার্থীরা বার্ষিক এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে ৫০ ইভেন্টে ১৫০টি পুরস্কার প্রধান করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.