চট্টগ্রামে পাশের হার জেএসসিতে ৮১.৫২ পিএসসিতে ৯৭.৯৮ ও ইইসিতে ৯৫.৮৭

0

কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম ‍শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় এবারের পাশের হার ৮১.৫২ ও পিএসসিতে পাশের হার ৯৭.৯৮। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম ‍শিক্ষাবোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার ০.৩৫ শতাংশ বেড়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রামে পাসের হার ৯৭.৯৮ শতাংশ। অন্যদিকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.৮৭ শতাংশ।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩১ জন শিক্ষার্থী। ২০১৭ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১০ হাজার ৩১৫ জন। এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২৪০টি বিদ্যালয়ের ২ লাখ ২ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৩৮ জন পরীক্ষার্থী।

 

অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রামে পাসের হার ৯৭.৯৮ শতাংশ। অন্যদিকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.৮৭ শতাংশ। পিইসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। ইবতেদায়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৯৯ জন।

 

এ বছর পিইসিতে নগরসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানার ১ লাখ ৪১ হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৮ হাজার ১৭৪ জন। অন্যদিকে, ইবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৩০ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.