ওমান বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে জাতীয় শোক দিবস উদযাপন 

0

ওমান প্রতিনিধি :   বঙ্গবন্ধু পরিষদ ওমানের উদ্যেগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয় ২৬ আগস্ট।বারকার আল হারম্ জুয়েনা হলে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন।ওমান

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন সোশ্যাল ক্লাবের সাহিত্য সম্পাদক মাওলানা আবদুছ ছালাম।সংগঠনের সাধারন সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভার শুরুতে অনুষ্ঠানের আহ্বায়ক সাহাবুদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।এর আগে যুগ্ন সম্পাদক রুকুন উদ্দিন অনুষ্ঠানের উদ্বোদন করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন সকলের সহযোগীতা হবে আয়োজনের সফলতা।ওমান জসিম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত শেখ সেকান্দর আলি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের HOC,প্রথম সচিব,বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান,সোশ্যাল ক্লাবের সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য সম্পাদক,আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টাবৃন্দ,আরও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় অংশ নেন যথাক্রমে সংগঠনের শাখা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবর্গ এবং আরও বক্তব্য রাখেন মো:নোমান,আবু তাহের,ইমাম হোসেন,এম.এন.আমিন,সিরাজুল হক,সুমন চৌধুরী ও প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি নাসির উদ্দিন।বক্তারা বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোখ্য ঘটনা এবং বঙ্গবন্ধুর সাফল্য গাথাঁ নানা ইতিহাস তুলে ধরেন।জসিম উদ্দিনের সাবলীল উপস্থাপনা, বক্তাদের গঠনমূলক বক্তব্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সরব উপস্থিতি,সুশৃংঙ্খল পরিবেশ,মনোমুগ্ধকর হল, কর্মীদের দক্ষতা ও কর্মকর্তাদের যোগ্যতা সব মিলিয়ে বলতে গেলে একটা মানসম্মত অনুষ্ঠান সকলের দৃষ্টি আকর্ষন করে এবং উপস্থিত সবাই সুন্দর সাজানো ও সুশৃংঙ্খল অনুষ্ঠানের জন্য আয়োজকদের ভূয়ঁসী প্রশংসা করেন।বঙ্গবন্ধু পরিষদের কর্মীরা শোককে শক্তিতে পরিনত করে প্রবাসে আরও কর্মপরিধি বাড়ানোর উপর জোড় দেন।সবশেষে সবাই নৈশভোজে অংশ নেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.