কক্সবাজারে নাফ নদীতে টহলের সময় বিজিবি সেনা গুলিবিদ্ধ

0

সিটিনিউজবিডিঃ   টেকনাফ দমদমিয়া এলাকার নাফ নদীতে টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা জাদীমুরার দক্ষিণে নাফ নদীতে এ ঘটনা ঘটে। বিজিবি টহল দলের সিপাই সুমন (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। আহত বিজিবি সদস্য পিরোজপুরের মঠবাড়িয়া মুজিবুর রহমানের পুত্র বলে জানা গেছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি বিজিবি। তবে কারা গুলি বর্ষণে ইয়াবা ব্যবসায়ীরা জড়িত থাকতে পারে বলে বিজিবির ধারণা। ঘটনাস্থল থেকে আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে  সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে।

টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বুধবার রাত পৌনে ১০টায় বিজিবি নিয়মিত টহল দল নাফ নদীতে (জাদিমুরা পয়েন্টে) ইয়াবা পাচারের সংবাদে নাফ নদী উৎপেতে থাকে। এতে এক পযার্য়ে অন্ধকারের মধ্যে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে।  বিজিবিও আত্মরক্ষর্থে ২৫ রাউন্ড গুলি চালায়। এ সময় বিজিবির সদস্য সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তিনি জানান, প্রতিপক্ষ কেউ আহত হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে দমদমিয়া বিওপি’র কোম্পানি কমন্ডার সিরাজুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি ঘটনাস্থলে গেলে নৌকাটি পালিয়ে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.