‘কর্মজীবী নারীরা শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না’

0

অর্থবাণিজ্য ডেস্ক : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেছেন, ‘দেশে নারী শ্রমিকের কাজের মূল্য অনেক কম। নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বৈষম্য খুব বেশি। ফলে কর্মজীবী নারীরা শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ট্রেড ইউনিয়নকে কার্যকর করতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজেকুজ্জামান রতন আরো বলেন, উৎপাদিত পণ্যের দাম দেওয়া হলেও এর পেছনের নারী শ্রমিকের শ্রমের মূল্য না দেওয়ায় সমাজে তাদের নায্য মূল্য প্রতিষ্ঠা হচ্ছে না।নারীরা শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বৈষম্য অনেক বেশি। ন্যায্য মূল্য না পেলে কর্মক্ষেত্রে ৮ ঘণ্টা শ্রমের সময়সূচিও প্রতিষ্ঠিত হবে না।’

আলোচনা সভায় বিটসের সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমদ বলেন, ‘নারীরা গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে তাদের শক্ত নেতৃত্ব তৈরি করেছেন। তারপরও তারা নানা বাধার মুখে পড়ছেন।’

বক্তারা বলেন, কর্মজীবী নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে গণমাধ্যমকে বিশেষ ভূমিকা রাখতে হবে। গণমাধ্যমে প্রকাশ না পেলে নারীদের সমস্যাগুলো দেশে-বিদেশে ত্বরিত গতিতে পৌঁছাতে পারবে না। এজন্য গণমাধ্যমকে সবসময় ওঁত পেতে থাকতে হবে।’

আলোচনা সভায় আয়োজক সংগঠনের সহ-সভাপতি উম্মে হাবিবার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জাগো বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি বাহারে সুলতান বাহার, গার্হস্থ্য কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার আঁখি, গণমাধ্যম কর্মী এহসানুল হক জসিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.