চট্টগ্রামে জলজটে মানুষ বিপর্যস্ত, জলাবদ্ধতা নিরসনে নতুন মেয়রের কাছে প্রত্যাশা নগরবাসীর

0

জুবায়ের সিদ্দিকী  :   চারদিকে পানি আর পানি। থৈ থৈ জলে ভাসছে, প্রাচ্যের রাণী এই বাণিজ্যিক রাজধানী। শহর যেন মিশে গেছে বঙ্গোপসাগরে। অবিরাম বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামসহ আশপাশের এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে । বর্ষণ অব্যাহত থাকায় রোববার সকাল থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা গলাপানিতে ডুবে যাচ্ছে। পানিবন্দি চট্টগ্রাম মহানগরীর লাখ লাখ মানুষ । বিভিন্ন সড়ক প্লাবিত হওয়ার কারণে যান চলাচল সংকুচিত হয়ে পড়ছে।

এতে চরম দুর্ভোগ পড়েছেন অফিসগামী মানুষ। পাশাপাশি নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া নগরবাসীকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়ি না পেয়ে বৃষ্টিতে ভিজে পায়ে হেটে গন্তব্যে যেতে হচ্ছে।

চট্টগ্রাম বাগমনিরামের বাসিন্দা আলমগীর বলেন মেয়র আসে মেয়র যায়, মুছেনা শুধু চট্টগ্রামের দু:খ। জলে ভাসা অবস্থায় দায়িত্ব নিলেন নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন  জলাবদ্ধতা নিরসনে নতুন মেয়র কতটুকু সফল হবেন সেটা দেখার প্রত্যাশায় রইল নগরবাসীর।                                                                                         anupam.. (2)

শুক্রবার থেকে তুমুল বর্ষণের পর শনিবার (২৫ জুলাই) সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টিপাত হয়। রোববার সকাল টানা বর্ষণে নগরীর পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

বিভিন্ন বাসা বাড়ি, অফিস, থানা, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরসহ নগরীর অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও আবাসিক ভবনের নিচ তলা গলা পানিতে ডুবে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই।

নগরীর আগ্রাবাদ বেপারীপাড়াসহ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার চট্টগ্রাম কর অঞ্চলের প্রায় সবগুলো ভবনের নিচতলা কোমর সমান পানিতে তলিয়ে গেছে। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ,হালিশহর, পাঁচলাইশ, বহদ্দারহাট, মুরাদপুর, খাজা রোড, কাপ্তাই রাস্তার মাথা, মেহেদী বাগ, দামপাড়া ওয়াসা, দুই নম্বর গেইট, ষোল শহর, প্রবর্তক মোড়, চকবাজার, বাদুরতলা, আগ্রাবাদ ফরেস্ট কলোনি, চান্দগাঁও আবাসিক এলাকাসহ নগরীর অধিকাংশ এলাকার হাজার হাজার ভবনের নিচতলা কোথাও কোমর পানি আবার কোথাও গলা সমান পানিতে ডুবে গেছে। এসব ভবনের নিচতলার বাসিন্দারা নিরাপদ আশ্রয় নিতে বিভিন্ন উঁচু ভবনে প্রতিবেশীদের বাসা বাড়িতে আশ্রয় নিয়েছেন।anupam.. (3)

এদিকে জলাবদ্ধতার কারণে নগরীর অধিকাংশ এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেশ কিছু এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

আগ্রাবাদ বেপারী পাড়ায় বসবাসকারী তরুণ যুবক নাবিল জানান, আগ্রাবাদ বেপারী পাড়ার এলাকা শনিবার থেকে কোমর সমান পানিতে ডুবে রয়েছে। মানুষের কার্যক্রম চালাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জলাবদ্ধতার ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.