চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

0

চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের পাক্কা দোকান এলাকায় যাত্রীবাহী শ্যামলী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় গাড়ীর চালক সহ ১২ জনের অধিক আহত হয়। আজ (১১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস শ্যামলী বাস (ঢাকা-মেট্রো-ব-২৪-৩৭০৫) অপর একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববতী পুকুরের পাশে পড়ে যায়।

এ সময় বাসে থাকা গাড়ীর চালক চকরিয়ার আহমদ হোসেনের ছেলে আনছার উদ্দিন (৪০), যাত্রী লোহাগাড়ার হাসানের স্ত্রী বেবী আক্তার (২৫), আবু ছৈয়দের স্ত্রী খতিজা বেগম (৫৫), খাগরিয়ার মো. আলীর ছেলে লিয়াকত আলী (৪০), সাতকানিয়া বারদোনার আহমদ হোসেনের ছেলে কামাল উদ্দিন (৪০), জসিম উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (১২) সহ ১২ জনের অধিক আহত হয়। আহতদেরকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়।

এ সময় মুমুর্ষ অবস্থায় ৪ জন যাত্রীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। অপর ৪ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়ীটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.