নিষেধাজ্ঞা নয়, বাংলাদেশে বিনিয়োগের আহবান জানাচ্ছি

0

অর্থ ও বাণিজ্য : যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট। তিনি জানান, আমরা ব্যবসায়ীদের বলেছি বাংলাদেশে আসুন, এখানে বিনিয়োগ করুন। তবে সফরের সময় সতর্কতা অবলম্বন করবেন।

আজ (১১ আগষ্ট) বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে এক মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন এ রাষ্ট্রদূত। পোশাক শিল্প বিষয়ে বিজিএমইএ পরিচালনা বোর্ডের সঙ্গে রাষ্ট্রদূতের এ মতবিনিময় হয়।

বার্নিকাট বলেন, শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি এ খাতে বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদ যুক্তরাষ্ট্র প্রশ্রয় দেয় না। তাই এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র।

সংবাদ সম্মেলনে মার্কিন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং বিজিএমইএ নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.