‘চট্টগ্রাম গণহত্যা পাকিস্তানীদেরও হার মানায়’

0

চট্রগ্রাম অফিস : চট্টগ্রামে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারীর গণহত্যা একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের গণহত্যা হার মানায় বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম গণহত্যা দিবসের ২৮ তম বার্ষিকী উপলক্ষে রোববার (২৪ জানুয়ারী) সকালে আদালত ভবনের প্রধান ফটকে স্থাপিত শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে চসিক মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, ২৮ বছর আগের এই দিনে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে স্বৈরাচারী সামরিক সরকারের ক্রীড়নক তৎকালীন সিএমপি কমিশনার শাহ রকিবুল হুদার নির্দেশে পুলিশ লক্ষাধিক জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে ৭১ এর কায়দায় গণহত্যা চালায়।’

মেয়র এই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ‘যাদের রক্তে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে তাদের অবশ্যই স্মরণ করতে হবে এবং তাদের অসহায় পরিবারদের পুনর্বাসনে সরকারকেই দায়িত্ব নিতে হবে।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুজিবুল হকের সভাপতিত্বে ও এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি এডভোকেট আবু হানিফ, মহানগর আওয়ামী লীগের এডভোকেট সুনীল কুমার সরকার, সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।

প্রসঙ্গত: ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম নগরীর লালদিঘী মাঠে শেখ হাসিনার জনসভায় পুলিশের গুলিতে ২৪ জন নিহত হন। এ ঘটনা চট্টগ্রাম গণহত্যা হিসেবে পরিচিত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.