চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘ডোর টু ডোর’ জানুয়ারির প্রথম দিন শুরু

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম সিটি করপোরেশন সুন্দর সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ‘ডোর টু ডোর’ আবর্জনা সংগ্রহ ও অপসারণ কার্যক্রম নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) শুরু করতে যাচ্ছে ।

প্রথম পর্যায়ে নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৮ নম্বর শুলকবহর, ১৫ নম্বর বাগমনিরাম, ২২ নম্বর এনায়েত বাজার, ২৩ নম্বর উত্তর পাঠানটুলি, ৩১ নম্বর আলকরণ এবং ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

চসিক সূত্রে জানা গেছে, করপোরেশনের পরিচ্ছন্ন সেবক ওয়ার্ডের প্রতিটি ঘর থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করবে। তাদের হাতে গৃহস্থরা ঘরে সংরক্ষিত বর্জ্য ও আবর্জনার বিন তুলে দেবেন। নির্দ্দিষ্ট সময়ের আগে বা পরে বর্জ্য ও আবর্জনা ডাস্টবিন বা অন্য কোথাও ফেলা যাবে না। এ নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গন্ধমুক্ত, স্বাস্থ্যসম্মত নির্মল পরিবেশ গড়ে তুলতে চসিক নগরবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.