চিটাগাং মেট্টোপলিটন শপ ওনার্স’র ধর্মঘট মঙ্গলবার

0

বাবর মুনাফ : বার্ষিক প্যাকেজ ভ্যাট দোকান প্রতি ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করার প্রতিবাদে চট্টগ্রামে আগামীকাল মঙ্গলবার (২২ নভেম্বর) নগরীর বিপনী বিতান (নিউ মার্কেট) এলাকায় সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচী পালনের আহ্বান জানান সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ওষুধের দোকান ও কাঁচাবাজার প্রতিকী ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতা আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই আমরা প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছি। রাতারাতি ১০০ শতাংশ ভ্যাট বাড়ানোর নজির পৃথিবীতে নেই।

খাইরুল ইসলাম ককসি বলেন, ব্যবসায়ীরা বাঁচলেই দেশ বাঁচবে। আমরা শান্তিপূর্ণ প্রতীকী ধর্মঘট ও মানববন্ধন করবো। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

আবুল কাশেম বলেন, ব্যবসায়ীদের চরম দুর্যোগকাল চলছে। এর মধ্যে দ্বিগুণ ভ্যাট নির্ধারণ করায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাঁচার দাবিতেই আমরা কর্মসূচি দিয়েছি।

লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ হোছাইন বলেন, বর্তমানে পাইকারি ও খুচরা ব্যবসায় চরম ধস নেমেছে। লোকসান দিয়ে ব্যবসা পরিচালনা করছে দোকানিরা। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ অবস্থায় জোর করে দোকান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া দ্বিগুণ (১০০ শতাংশ) ভ্যাট প্রত্যাহার এবং ক্ষুদ্র ও স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবিতে মেট্রোপলিটন এলাকায় এ কর্মসূচি দেওয়া হয়েছে। একই সময়ে নগরীর নিউমার্কেট থেকে তিন পোলের মাথা পর্যন্ত মানববন্ধন করবেন দোকান মালিকরা।

বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খাইরুল ইসলাম ককসি, তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আবুল হোসেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি মৃণাল কান্তি ধর, সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, জামালখান ব্যবসায়ী সমিতির সভাপতি এম মঞ্জুর মোর্শেদ, অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুল জব্বার, আবু তালেব, ইয়াছিন চৌধুরী, বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, টিংকু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুণ, অর্থ সম্পাদক আমান উল্লাজ জাহাঙ্গীর, মো. ইব্রাহিম ভূঁইয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর ৬০টি বিপণিকেন্দ্রের ৫ হাজার দোকান মালিক অ্যাসোসিয়েশনের সদস্য। এর মধ্যে দোকান মালিক সমিতির নেতা-কর্মীদেরও একাংশ রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.