জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদার পুনঃতদন্তের আবেদন খারিজ

0
সিটিনিউজ ডেস্ক::জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অর্থের উৎস সম্পর্কিত অংশ পুনঃতদন্ত চেয়ে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে বুধবার এর শুনানি সম্পন্ন হয়।
আদালতে খালেদার পক্ষে আব্দুর রেজাক খান শুনানি করেন। আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া তাকে সহযোগিতা করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.