টিজেএসি-পিআইবি’র টেলিভিশন সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা

0

নিজস্ব প্রতিবেদক :   চট্টগ্রামে টেলিভিশন সাংবাদিকতার ওপর তিন দিনের এক বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রাম-টিজেএসি। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করেন, মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বিপিএম। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি এই কর্মশালা পরিচালনা করছে।

এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, একাত্তর টেলিভিশনের পরিচালক -বার্তা সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়িনের সহ-সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনয়িনের সভাপতি রিয়াজ হায়দার। সংগঠনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিজেএসির প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক হায়দরী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, সিটিজেন চার্টার অনুযায়ী পুলিশসহ সরকারী সেবা সংস্থাগুলো সঠিকভাবে কাজ করছে কী না তা সাংবাদিকরা তুলে ধরতে পারেন। এতে সংশ্লিষ্টরা অনেক বেশি জবাবদীহিতার আওতায় আসবেন। এছাড়া দেশের স্বার্থে আঘাত হানে কিংবা সমাজে অস্থিরতা তৈরী হয় এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভুমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ কমিশনার বলেন আমি এবং আমরা এ ধরনের বিভাজন ভুলে দেশ মাতৃকার কল্যানে একযোগে কাজ করলে সুন্দর সমাজ বিনির্মান কখনোই পরাহত হবে না।

তিন দিনের এ কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, একাত্তর টিভির পরিচালক বার্তা সৈয়দ ইশতিয়াক রেজা, যমুনা টিভির সাবেক বার্তা প্রধান, নাজমুল আশরাফ, ডিবিসির ডেপুটি ব্রডকাস্ট ম্যানেজার এ কে এম শরীফুল ইসলাম শিমুল। বৃহষ্পতিবার(৬ এপ্রিল) রাতে এ কর্মশাালা শেষ হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.