টেকনাফ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বৃদ্ধি

0

সিটিনিউজবিডি : কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে আরো বেশি নজারদারি বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড। বুধবার ভোর থেকে সীমান্তে এ নজরদারি বাড়ানো হয়।

এ প্রসঙ্গে কোস্টগার্ড চট্টগ্রাম রিজিয়ানের অপারেশন কর্মকর্তা ডিকশন চৌধুরী জানান, নাফনদীতে রোহিঙ্গা বোঝাই নৌকার খবর শুনে নদীতে টহল আরো বেশি জোরদার করা হয়েছে। এছাড়া গত কয়েকদিনে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টাকালে ১৩৫জন রোহিঙ্গাকে ঠেকানো হয়েছে। কোনো রোহিঙ্গা যেন ঢুকতে না পারে সেজন্য নদীতে টহল অব্যাহত রাখা হয়েছে।

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, নাফনদীতে নৌকা বোঝাই রোহিঙ্গাদের খবর শুনেছি। যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বেশি ঢুকার চেষ্টা করছে সেসব পয়েন্টে বিজিবির আরো বেশি নজারদারি বাড়ানো হয়েছে। এছাড়া গতকাল নাফ নদীর বিভিন্ন পয়েন্টে শূণ্যরেখা অতিক্রম করে রোহিঙ্গা ভর্তি ২০টি নৌকা অনুপ্রবেশ চেষ্টাকালে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের ঠেকানো হয়েছে। এর আগে সীমান্তে তিন প্লাটুন বিজিবি বাড়ানো হয়েছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম জানান, সীমান্ত এলাকার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের আরো বেশি সতর্ক রাখা হয়েছে।

এদিকে গত ৯ অক্টোবর নতুন করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার পর সেনা বাহিনীর অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টকালে গত কয়েকদিনে ৩১৬ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকার সময় বাধা দেয়া হয়েছে। এরমধ্যে অধিকাংশ শিশু ছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.