পাহাড়তলীতে নিম্নমানের চালের গুদামে পুলিশের অভিযান

0

সিটিনিউজবিডি : নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা বিসিক শিল্প এলাকায় একটি ভেজাল ও নিম্মমানের চালের ফ্যাক্টরির সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে ওই এলাকার অগ্রণী ফুড ইন্ডাট্রিজ নামের একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে প্রায় ৭০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক, তার ছেলে ও ৭ শ্রমিককে আটক করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের ইনসপেক্টর কেশব চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফ্যাক্টরি থেকে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া ২৫০টি পচা চালের বস্তা ও প্রায় ৩৮০ বস্তা নিন্মমানের চাল জব্দ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের সিল লাগানো চালগুলো খোলাবাজারে কম দামে নিন্ম আয়ের মানুষদের কাছে বিক্রি করার কথা। কিন্তু এসব চাল এখানে কীভাবে চলে আসল এমন প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা বলেন, হয়তো খাদ্য অধিদপ্তরের চালগুলো অবৈধ উপায়ে এখানে আনা হয়েছে অন্যান্য চালের সঙ্গে মিশিয়ে বিক্রির জন্য। না হয় ওএমএস চালের জন্য টেন্ডার নেওয়া ব্যক্তিরা এসব পচা ও নিন্ম মানের চাল খাদ্য অধিদপ্তরকে সরবরাহ করছিল। এমনটি হতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.