প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসে পড়ে দুই ছাত্রী আহত

জামাল জাহেদ ককসবাজারঃ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেহেরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে,আজ সকাল ১১টার সময় ছাদের একাংস ধসে পড়ে আহত হন দু শিক্ষার্থী৷ এতে অন্যান্য ছাত্রছাত্রীরা আতংকে স্কুল ভবনের বাহিরে অবস্থান করেন। অন্যদিকে পরীক্ষা চলমান সময় হওয়াতে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে স্কুলসুত্রে জানা যায় ৷

এই স্কুলে বর্তমান ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় ১২০০ জন কিন্তু শিক্ষক রয়েছূ মাত্র ৪জন ৷চেয়ার টেবিলের অভাবে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিবার মাটি ও ফ্লোরে বসে পরীক্ষা দিতে হয় অভিযোগ করেন অভিভাবক সদস্য কবির ফলে বাচ্চাদের মাথা ব্যাথা ও ঘাড় ব্যথাসহ নানা রোগ হয় বলে তাদের ধারনা ৷ শিক্ষক স্বল্পতা ও চেয়ার টেবিলের স্বল্পতার কথা শতাধিক বার অভিযোগ দেয়া সত্বেও কেউ পদক্ষেপ নেয়নি ৷ শিক্ষকগণ এই বিষয়ে অসহায়ত্ব প্রকাশ করেন ৷

অথচ ১৯৮৬সাল থেকে এই বিদ্যালয় সুনামের সহিত পাঠদান করে আসছে ৷২০১৪সালে এই বিদ্যালয়টি বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে মহেশখালী ককসবাজারের মুখ উজ্জল করে৷ এরপরে ও উপজেলা প্রশাসন কতৃক নানা সুযোগ সুবিধা থেকে বন্ঝিত বলে মনে করেন অনেকে। ছাদ ধসে পড়া বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক আব্দু শুক্কুর জানান,ভবনের কাজে দুর্নীতি আর বেশ ঝরাজীর্ণ হওয়াতে এ অব্স্থা বলে তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.