বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের মানববন্ধন

0

সিটিনিউজ ডেস্ক :: রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠছে সারা বিশ্ব থেকে। সারা বিশ্ববাসীর সাথে সাথে প্রতিবাদ উঠেছে বাংলাদেশের মিডিয়া অঙ্গনেও।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।

নানা পেশার মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে তারাও রোহিঙ্গাদের প্রতি এই নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, সকাল ১১টায় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হাজির হন চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র অভিনয়শিল্পীরা। মানবতার কল্যাণে এই মানববন্ধনের আয়োজন করা হয় এবং সেই সাড়া আমরা পেয়েছি সবার কাছ থেকে।

চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সকল শিল্পী-কলাকুশলীরা সেখানে উপস্থিত হন। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন খ্যাতিমান নির্মাতা আমজাদ হোসেন, অভিনয়শিল্পী সুজাতা, ফারুক, অঞ্জনা, নূতন, রুবেল, হেলাল খান, ফেরদৌস, আমিন খান, রিয়াজ, সাইমন সাদিক এবং  চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা  সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান সহ আরো অনেকে।

প্রতিবাদ সমাবেশে মিয়ানমারের সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন বন্ধের আহবান জানান শিল্পীরা। বক্তৃতায় সেখান সংখ্যালঘু রোহিঙ্গাদের অমানবিক জীবনের চিত্র তুলে ধরা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.