ভিসা জটিলতা সমাধানে প্রবাসী কল্যাণমন্ত্রী এখন সৌদি আরবে

0

ঢাকা  :   বৃহত্তম শ্রমবাজার  সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের ভিসা জটিলতা সমাধানে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এখন সৌদি আরবে  ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় মন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
১৯৭৬ সাল থেকে বাংলাদেশি কর্মী সৌদি আরবে যাচ্ছে। বর্তমানে প্রায় ২০ লক্ষাধিক বাংলাদেশি কর্মী সৌদি আরবে বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন। সৌদি আরবে আরও বেশি কর্মী নিয়োগের বিষয়ে দুই দেশে উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সৌদি আরবে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সৌদি আরব সফরকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী সে দেশের শ্রমমন্ত্রীর সঙ্গে কর্মী প্রেরণসহ দু’দেশের বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠককালে মন্ত্রী দু’দেশের মধ্যে কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সফর শেষে আগামী ৪ জানুয়ারি মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.