মাথার চুল পড়া রোধে পেয়ারা পাতার রস

0

লাইফস্টাইল :  চুল পড়া কমাতে পেয়ারা পাতার রস চুলে ব্যবহার করা যেতে পারে। এই রস ব্যবহারে চুল মসৃন ঝকঝকেও হবে। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতায় ভিটামিন বি এবং মিনারেলে ভরপুর। ভিটামিন বি চুলকে স্বাস্থ্যকর করে। আর এতে থাকা ভিটামিন বি-২ নষ্ট হয়ে যাওয়া হেয়ার রুটের কোষ মেরামত করে চুলকে মসৃণ করে তোলে।

তবে পেয়ারা পাতার রস সরাসরি চুলের গোড়ায় না দেয়াই ভাল। অনেকগুলো পরিষ্কার পাতা নিয়ে তা এক লিটার পানিতে ফুটিয়ে নিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট সেই পানি ফুটতে দিতে হবে। এতে পেয়ারা পাতার সমস্ত গুণাগুণ পানিতে চলে আসবে। পরে এই পানি ঠাণ্ডা করে ছেঁকে একটি শিশিতে সংরক্ষণ করা যেতে পারে। সংরক্ষিত পানি প্রতিদিন গোসলের কিছু আগে চুলের গোড়া এবং চুলে ভাল করে লাগিয়ে নিতে হবে। কয়েক মাসের মধ্যে তফাৎটা বুঝতে পারা যাবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.