রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪র্থ শ্রেণীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় উত্তির্ণদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, মূখ নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুবুর নবী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শিশুরা একদিন এই দেশকে নেতৃত্ব দিবে, তাই তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা তাদের মধ্যে বিরাজমান রাখতে হবে। সকল ধর্মের ও সকল জাতের বন্ধুদের সাথে মেলামেশার সুযোগ করে দিতে হবে, তবেই তারা পরষ্পর ভালোবাসা শিখতে পারবে এবং সঠিক জীবন গঠন করতে সক্ষম হবে।
বক্তারা প্রতিটি স্কুলে শিক্ষার্থীদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানানোর তাগিদ দেন এবং অসাম্প্রদায়িকতার মাধ্যমে নৈতিক শিক্ষা প্রদানে আহ্বান করেন।
আলোচনা সভার পরে বিভিন্ন কেটাগরিতে মোট ৪০৮ জনকে অতিথিরা বৃত্তি প্রদান করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.