রোহিঙ্গাবাহী ৭টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

0

সিটিনিউজবিডি : কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টাকালে রোহিঙ্গাবাহী ৭টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালালে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি টেকনাফস্থ ২নং ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে ৭ টি নৌকাতে করে রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল বলে ও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.