শিক্ষক হত্যার প্রতিবাদে শিক্ষকদের কালো ব্যাজ ধারণ

0

সিটিনিউজবিডি : ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-ছাত্র-কর্মচারী ও জনগনের সমাবেশ ও মিছিলের উপর পুলিশী হামলা ও নির্যাতনের ফলে এই কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস এর কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আজ ২৯ নভেম্বর থেকে শিক্ষকদের কালো ব্যাজ ধারণ কর্মসূচী শুরু হয়েছে।

আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে। ৩ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শিক্ষক হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বাকশিস চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দীন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচী অব্যাহত রেখে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করার জন্য সর্বস্তরের শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.