সৌদিআরবে গড়ে প্রতিদিন ৬১৩ তালাক!

0

মোরশেদ রানা : সৌদি আরবে দেড়মাস বা ৪৫ দিনে ২৭,৬০৭ তালাক।যা গড়ে প্রতিদিন ৬১৩ তালাকের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গনমাধ্যম।

মক্কায় হাইয়েস্ট-৭ হাজার ২০০, রিয়াদ-৬ হাজার ২০০,মদিনায়-১ হাজার ৪০০, দাম্মাম-৩ হাজার, আছির-২ হাজার ৩০০সহ সৌদিআরবে সম্প্রতি নতুন বছরে শুরুতে কোর্ট এ মোট ২৭,৬০৭টি তালাকের মামলার নিষ্পত্তি হয়।

সৌদি আরব সুপ্রিম কোর্টের বিচারক আব্দুল আজিজ আল শবেরমা এত বেশী তালাক এর মত ঘটনার জন্য সামাজিক নিয়ম কানুন দায়ী বলে মনে করেন।

বিয়ের আগে যারা ঘর করবে তাদের পছন্দ অপছন্দ নিয়ে বেশি খোঁজ খবর আদান প্রদান করা হয়না। ধর্ম বিশ্বাসের দুর্বলতা, ড্রাগ আসক্তি, মদ্যপান, বিবাহ বহির্ভুত সম্পর্ক, স্ত্রীদের সংসার করার অনাসক্তি, পরিবারের প্রয়োজনকে দাবিয়ে নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া এই বিপর্যয়ের কারণ সমূহ বলে মনে করেন এই বিজ্ঞ বিচারক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.