শিশুদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাসের কথা বলতে হবে : জেলা প্রশাসক

0

বোয়ালখালী প্রতিনিধি : স্টার জলসা, জি বাংলা না দেখে দেশীয় শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল দেখবে। এ প্লাস, গোল্ডেন এ প্লাসের পিছনে না ছুটে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে।

আজ ৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে বোয়ালখালী পৌর সদরের বহদ্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এসব কথা বলেন।
তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদেরকে দেশপ্রেম শেখাবেন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাসের কথা বলবেন।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম, পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, উপজেলা প্রাথমিক কর্মকর্তা লায়লা বিলকিস, প্রকৌশলী সুজিত কান্তি মজুমদার, সহকারি শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না, শাহেদা আকতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, সহকারি শিক্ষক লাকী শীল, জোহরা বেগম, মো. লোকমান হাকিম, সুলতানা তাহমিনা ইয়াছমিন, নন্দিতা মিত্র, উর্মী দাশ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক শংকর চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন মো. ইউছুফ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
উল্লেখ্য, বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ করে বারজন বৃত্তি লাভ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.