সংকট নিরসনে সমঝোতা না করলে আইনানুযায়ী ব্যবস্থা নেবে সরকার : নৌমন্ত্রী

0

সিটিনিউজবিডি : চলমান নৌ ধর্মঘটে সৃষ্ট যাত্রীবাহী নৌ চলাচলের ক্ষেত্রে যে সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে মালিক-শ্রমিক সমঝোতায় না পৌঁছাতে পারলে আইনানুযায়ী ব্যবস্থা নেবে সরকার। আজ ২৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান নৌমন্ত্রী শাজাহান খান।

মন্ত্রী বলেন, তিন মাস আগে আমরা উভয় পক্ষের সঙ্গে একটি বৈঠকের মাধ্যমে নৌ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কাঠামো প্রস্তাব করেছিলাম। কিন্তু শ্রম মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন ব্যর্থ হলো এটা চিন্তার বিষয়।

তিনি বলেন, যাত্রীবাহী নৌ-পরিবহন মালিক সমিতির কোনো নেতা ওই বৈঠকের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাননি। যারা আদালতে গেছেন তারা সাধারণ নৌযান মালিক। বুধবার এই বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। আইনি ব্যবস্থা নেওয়ার দায় তাদের। তাই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.