সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে ফ্রান্স

0

আন্তর্জাতিক ডেস্ক::পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে ফ্রান্স। এই ভোটের মাধ্যমে ফ্রান্সবাসী তাদের পরবর্তী সংসদ সদস্যদের নির্বাচন করবেন। এমানুয়েল ম্যাক্রোঁ দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার এক মাস পরেই পার্লামেন্ট নির্বাচনের ভোট শুরু হলো। খবর বিবিসির।

কেন্দ্রীয় দল লা রিপাবলিক এন মার্ক ৫৭৭টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়েছে। ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। অল্প কিছু সাংসদ প্রথম রাউন্ডের ভোটে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

খুব কম সংখ্যক প্রার্থীই ৫০ ভাগের বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন। আর যারা ১২ দশমিক ৫ ভাগ ভোট পাবেন তারা পরের রোববার দ্বিতীয় রাউন্ডের ভোটে অংশ নেবেন। সেখান থেকেই পরবর্তী সংসদ সদস্য তাদের আসন চূড়ান্ত করতে পারবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.