৮০০ কোটি ডলার সহায়তা এডিবি’র

0

সিটিনিউজবিডি : বাংলাদেশকে আগামী ৫ বছরে ৮০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এবিষয়ক সহায়তা কৌশলপত্রের উদ্ধোধন করেছে সংস্থাটি। এ কৌশলপত্রের আওতায় ২০১৬ থেকে ২০২০ সাল মেয়াদে সহায়তা দেবে সংস্থাটি। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ৮০ টাকা) অনুযায়ী এর পরিমাণ দাঁড়াচ্ছে ৬৪ হাজার কোটি টাকা।

কৌশলপত্রটি উপস্থাপন করেন এডিবির কান্টি ডিরেক্টর কাজুহিকো হিগোউচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

কাজুহিকো হিগোউচি বলেন, সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন তৃণমূলে ব্যাপকভিত্তিক কর্মসংস্থান। তাছাড়া সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.