পটিয়া শীতলা বাড়ীর মন্দিরে গীতাযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি: পটিয়ায় দক্ষিণ ভূষি শ্রী শীতলা মায়ের মন্দিরে ৯৯ তম বর্ষ পূর্তি ও ১৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ, ধমীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরন গত মঙ্গলবার গীতাযজ্ঞ উদ্যাপন পরিষদের উদ্যোগে দিন ব্যপি শীতলা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী তপানানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ শং করমঠ চট্টগ্রাম, সভাপতি সুজন দেব নাথ, সাধারণ সম্পাদক নান্টু দেবনাথ, অর্থ সম্পাদক চন্দন দেবনাথ, জগধাত্রী মাতৃ মন্দির সভাপতি ত্রিদিপ দত্ত, ৫নং ইউপি মেম্বার ও সম্পাদক অজিত দেবনাথ, মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বাবলা মল্লিক, সাবেক সভাপতি কানু দে, মন্দির কমিটির সম্পাদক সুজন দেবনাথ, শুভাষ নাথ, অর্পন চক্রবর্ত্তী, সম্পাদক দিলীপ দেবনাথ, সদস্যদের মধ্যে প্রিয়তোষ দে নীলু, সজল নাথ, সুমন নাথ, রুবেল চক্রবর্ত্তী, ঠিটল চক্রবর্ত্তী, সম্পাদক কাঞ্চন নাথ, শিবু নাথ, জয় নাথ, আনন্দ নাথ, জুয়েল নাথ, কাঞ্চন নাথ (ছোট), রাসেল নাথ (ছোট), নয়ন নাথ, শুভ নাথ, টিপু নাথ, টিংকু নাথ, রূপন নাথ (ছোট), বিপ্লব নাথ (বড়), বিপ্লব নাথ (ছোট), আকাশ নাথ, রূপন নাথ (বড়), অঞ্জন নাথ, অজয় নাথ, বিজয় নাথ, জনি নাথ, বাবলু নাথ, শংকর নাথ, পুতুল নাথ, জনি নাথ (জামাই)।

সভায় বক্তারা বলেন, গীতার আলো ঘরে ঘরে জ্বালো এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রী মদভগবত গীতার আর্দশ, দর্শন, নিজেদের মনে প্রাণের হৃদয়ে ধারণ করলে তাদের জীবন সুন্দর, শুভময়, শান্তি, পাপ থেকে মুক্ত ও সফল কর্মময় জীবন উজ্জ্বল ভবিষ্যতে আলোরমত আলোকিত হবে এবং শ্রী কৃষ্ণের মুখনিঃসৃত বাণী উপলব্ধি করে নিজেদের অন্তরে ধারণ করে বাস্তব জীবনে এর প্রতি ফলন ঘটাতে হবে। এছাড়া ধর্মীয় ঘোড়ামি, উশৃঙ্খল মুক্ত আদর্শিক জীবন গঠনে শিক্ষা দেয়। পরে গীতা শিক্ষার বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী মাধ্যমে অনুষ্ঠান সু-সম্পন্ন হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.