স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সশস্ত্র ৪৩ জন জলদস্যুর আত্মসমর্পণ

0

শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার: কক্সবাজারের সন্ত্রাসী জনপদ দ্বীপ উপজেলা মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছয় জলদস্যু বাহিনীর ৪৩ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। শনিবার (২০ অক্টোবর) বেলা ১২ টায় কক্সবাজারের উপকূলীয় দুই উপজেলা কুতুবদিয়া-মহেশখালীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১২ জন জলদস্যু সহ ৬টি বাহিনীর এই ৪৩ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। ওই সময় জলদস্যুরা ৯৪টি অস্ত্র এবং ৭ হাজার ৬’শত ৩৭ রাউন্ড গোলাবারুদ র‌্যাবের হাতে তুলে দেন।

মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত র‌্যাব ৭ এর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল এমপি।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, র‌্যাবের মহা পরিচালক বেনজীর আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মাসুদ হোসেন, মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, রাজনৈতিক নেতা নেত্রী ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.