২৮৩টি বিনামূল্যের পাঠ্য বইসহ ১জন গ্রেফতার

0

কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম মহানগ গোয়েন্দা পুলিশ কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লাস্থ ওয়ালী ম্যানসনের ২য় তলার প্রকাশ বিচিত্রা নামীয় বই দোকানে অভিযান চালিয়ে ২৮৩টি বিভিন্ন শ্রেনীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক বিনামূল্যে বিতরনকৃত বই উদ্ধারসহ ১জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী হলেন স্নেহাশীষ তালুকাদার প্রকাশ জুয়েল (২৮) পিতা-সন্তোষ প্রকাশ মাদল তালুকদার, মাতা-পূরবী তালুকদার, সাং-বানিগ্রাম, হিন্দুপাড়া সুধীর মাষ্টারবাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে-প্রকাশ বিচিত্রা, ১২ আন্দরকিল্লা, ওয়ালী ম্যানসন, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম। দোকানের মালিক দেবাশীষ তালুকদার প্রকাশ আশিষ (৪৩) পলাতক রয়েছে।

রবিবার পুুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাঠ্যবইগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে এবং দোকান মালিক দেবাশীষ তালুকদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষামন্ত্রনালয় কর্তৃক “জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড” বাংলাদেশ এর মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা‘য় অধ্যয়নরত ছাত্র-ছাত্রী‘দের মধ্যে বিনা মূল্যে বিতরনকৃত উদ্ধারকৃত বইগুলো অসাধু উপায়ে সংগ্রহ পূর্বক নগদ টাকায় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.