শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীতে রূপ নেবে

0

সিটি নিউজ, চট্টগ্রামঃঃ  বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতির সিংহদ্বার চট্টগ্রাম বন্দর হলেও এতদিন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও আক্ষরিক অর্থে তা বাস্তবে রূপ নেয়নি।

২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন বৃহত্তর চট্টগ্রামবাসীদের একগুচ্ছ প্রকল্প উপহার দিতে। শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম প্রকৃতপক্ষে বাণিজ্যিক রাজধানীতে রূপ নেবে। এতদিন সন্দ্বিপ ছিল অবহেলিত জনপদ। এই সরকার সমুদ্র তলদেশে সঞ্চালন সংযোগ দ্বারা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সুবিধা এবং ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসছে।

নতুনভাবে নির্মিত হবে কালুরঘাট সেতু। যার ফলে কালুরঘাট-মদুনাঘাট-বোয়ালখালী অঞ্চলের অপার সম্ভাবনার সৃষ্টি হবে। ১২নং সরাইপাড়া ওয়ার্ডের হাজী আব্দুল মালেক জামে মসজিদে ফরজ নামাজের আগে সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে সম্মানিত মুসল্লিদের অবহিত করতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার ফরজ ও বাকি নামাজের পর চট্টলার গণমানুষের নেতা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিল আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম মাওলানা জসিম উদ্দিন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী’র জন্য বিশেষ দোয়া করা হয়।

শেষে মসজিদের বাইরে সংক্ষিপ্ত এক গণজমায়েতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ ছির। একসময় পাঠ-চা-তৈরী পোশাক রপ্তানী করতো। গত দশ বছরে বস্ত্র, বিদ্যুৎ, পর্যটন, জাহাজ নির্মাণ, ঔষধ উৎপাদন, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। নজর কেড়েছে বিশ্ববাসির।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন বাবর, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইসকান্দর, মসজিদ কমিটির সভাপতি মো: জাহাঙ্গীর,

থানা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: সেলিম সওদাগর, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, শেখ রাজীব আহমেদ, অলিউর রহমান সোহেল, জহির উদ্দিন সুমন, তাফসীরুল হাসান হেলাল, রাশেদ চৌধুরী, আবুল হাশেম বাবু, ওয়ার্ড যুবলীগ নেতা মো: ইসমাইল, আলাউদ্দিন শিপু, ইয়াছিন ভূঁইয়া, জাহিদুল ইসলাম সুমন, সৈয়দ মো: জনি,

জাহেদ আলম, আবু সৈয়দ, মো: ফারুক, বাবুল, ইদ্রিস, শাহেদ, রিফাত, সিরাজ, রাজু, আরাফাত, সম্রাট, নোমান, টিপু, আকাশ প্রমুখ। শেষে সমাজসেবক ফরিদ মাহমুদ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম মোয়াজ্জেমের হাতে সরকারের উন্নয়নের তথ্য সম্বলিত প্রচারপত্র তুলে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.