হা-মিম গ্রুপের মালিকের বাড়িতে রাজউকের অভিযান

0

সিটিনিউজ ডেস্ক:: অনুমোদিত নকশা ছাড়া বাড়ি বানানোর অভিযোগে হা-মিম গ্রুপের মালিক এবং এফবিসিসিআইযের সাবেক সভাপতি এ কে আজাদের গুলশানের বাড়ির সামনের একটি অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ১ নম্বরের এই বাড়িটি ভাঙা শুরু করে রাজউক। সকাল থেকেই রাজউক কর্মকর্তারা স্কেভেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে বাড়িটির প্রবেশমুখ থেকে ভাঙা শুরু করে।

অভিযানের বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান জাগো নিউজকে বলেন, রাজউকের নিয়মিত অভিযান চলছে। অভিযানকালে ওই নকশা দেখতে চাইলে তারা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে পারেনি। বাড়ির কোনো নকশা নাই। পুরো বাড়ি বানিয়েছে নকশা ছাড়া। তাই এ অভিযান চালানো হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.