মানুষকে জাগিয়ে দেয়ার অসম শক্তির কাজ করে সংবাদপত্র

0

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম : সংবাদপত্র মানুষের চোখ খুলে দেয়, সমাজ এবং নানা অসংগতির চিত্র তুলে ধরে দেশের সার্বিক অগ্রগতিতে অনন্য ভূমিকা পালন করে। মানুষকে জাগিয়ে দেয়ার অসম শক্তি হিসেবে কাজ করে সংবাদপত্র। একসময় সামাজিক দায়বোধ থেকে ‘চারুলতা’র জন্ম হলেও, তা এখন শিল্প-সাহিত্য-সংস্কৃতির সর্বক্ষেত্রে বিচররণ করছে। ১৯৯৬ সালে জন্ম নেয়া পত্রিকাটি পাঠকদের ভালবাসায় স্বমহিমায় সমুজ্জল হয়ে থাকা কম গৌরবের কথা নয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী গত ২৩ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চারুলতা সংকলিত ২৫ এর মোড়ক উন্মোচন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত মন্তব্য করেন।

চারুলতা সম্পাদক চারুউত্তম বড়ুয়া সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউ.এস.টিসির উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া , কথাসাহিত্যিক,গল্পকার, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, পেশাজীবি সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠির মহাসচিব আশীষ কুমার বড়ুয়া , বৌদ্ধ একাডেমীর সচিব সুজন কুমার বড়ুয়া , স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া ।

বক্তব্যদেন- চারুলতার উপদেষ্ঠা সম্পাদক, রম্যলেখক রাজীব কান্তি বড়ুয়া , উৎসব কমিটির আহ্বায়ক বিপ্লব বড়ুয়া ও সচিব প্রিয়রঞ্জন বড়ুয়া । মঙ্গলবাণী পাঠ করেন- বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের নবনির্বাচিত সাধারন সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, সঞ্চালনায় ছিলেন- শিবা বড়ুয়া চৌধুরী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.