সুশাসন ছাড়া গণতন্ত্র ফলপ্রসু হবে না- মুসলিম লীগ

0

সিটি নিউজ ডেস্ক : সুদীর্ঘ বঞ্চনা, বাক স্বাধীনতার অনুপস্থিতি, মৌলিক অধিকার, জাতিগত পক্ষপাতিত্ব সহ নিপীড়ন-নির্যাতনে পিষ্ট পশ্চিমা শাসক গোষ্ঠীর জুলুমের প্রতিবাদেই এদেশের মানুষ লাখো শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছে লাল সবুজ পতাকা মোড়া এ রক্ত ঝরা স্বাধীনতা। বাংলাদেশ মুসলিম লীগ গভীর শ্রদ্ধার সাথে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে। নির্মম হলেও একথা অস্বীকার করার উপায় নেই যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ঘিরে আগ্রাসন বাদী শকুনি শ্যেন দৃষ্টিতে, শস্য-শ্যামল সোনার বাংলাকে মরুভূমিতে পরিণত করার একটি অশুভ পায়তারা বাস্তবায়নে প্রতিনিয়ত মশগুল রয়েছে।

সদ্য আসামের জনৈক বিধায়কের বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে মর্যাদাহানিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মহান স্বাধীনতার ৪৭তম বৎসর পূর্তির এ মহেন্দ্রক্ষনে দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষা ও স্বাধিকার নিয়ে আগ্রাসন বাদীদের ছিনিমিনি না খেলার অহবান জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও বলেন, দেশে সুশাসন ও গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ, বেকার সমস্যা মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য গলার ফাঁস। সুশাসন প্রতিষ্ঠা ও সত্যিকারের গণতন্ত্র ফিরে না আসলে যে কোন অর্জন অচিরেই মূল্যহীন হয়ে পড়বে।

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ২৪ মার্চ সকাল ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। দলের নির্বাহী সভাপতি প্রবীণ জননেতা আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন আবুড়ী, আকবর হোসেন পাঠান, খোন্দকার জিল্লুর রহমান,ইঞ্জিনিয়ার ওসমান গনী, নজরুল ইসলাম, এস.এইচ খান আসাদ, কাজী এ.এ কাফী, মোঃ সাইফুল ইসলাম, সাখাওয়াৎ হোসেন বিপুল, সোহরাব হোসেন শিমুল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.