স্বাধীনতা উপলক্ষ্যে আসামীদের মুক্তি

0

সিটিনিউজবিডি :  স্বাধীনতার ৭০ বছরপূর্তি উপলক্ষ্যে ভিয়েতনাম ১৮ হাজার বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিচ্ছে। তবে রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে না বলেই মনে করা হচ্ছে।

বিবিসি বলছে, ২০০৯ সাল থেকে দেশটিতে প্রায় লাখো বন্দীকে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় মুক্তি দেয়া হয়েছে।

দেশটির গণ নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী লি কোয়াই ভিওয়াঙ্গ বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধে শাস্তিপ্রাপ্ত কাউকে মুক্তি দেয়া হবে না। ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মানবিক প্রকৃতির বহিঃপ্রকাশ। এ পদক্ষেপ মুক্তি পাওয়া বন্দীদের কার্যকর নাগরিকে পরিণত হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো এবং কয়েকটি পশ্চিমা রাষ্ট্র ভিয়েতনামে ভিন্ন মতাবলম্বীদের কারাগারে আটকে রাখার ব্যাপারে সমালোচনা করে আসছে। তাদের হিসাব অনুযায়ী শতাধিক রাজনৈতিক আন্দোলনকর্মীকে কারাগারে বন্দী করে রেখেছে দেশটির সরকার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.