১৫ দিন পর্যন্ত ইলিশ ধরা বন্ধ

0

সিটিনিউজবিডি :   আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ রক্ষায়, এ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশ ধরলে বা বিক্রি করলে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা হতে পারে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগে আশ্বিনী পূর্ণিমার দিন এবং এর আগে-পরের পাঁচদিন করে মোট ১১ দিনকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে ওই সময় ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হত। এবার এর মেয়াদ আরও চারদিন বাড়ানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.