বেঁচে থাকতে চান রোনালদো

0

সিটিনিউজবিডি :   দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং যতোদিন সম্ভব ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চান, এমন কথা জানিয়েছেন, তিনবারের ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো । রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, তিনি তরুণ বয়সে মৃত্যুবরণ করাটাকে সবচেয়ে বেশি ভয় পান। রোনালদো পাঁচ বছর বয়সী এক শিশুর জনক। তিনি জানান, তার কাছে পরিবার ও বন্ধু-বান্ধবের চেয়ে অন্য কোনো কিছু গুরুত্বপূর্ণ নয়।

শুক্রবার এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘আমার সবচেয়ে বড় ভয় হলো তরুণ বয়সে মৃত্যুবরণ করা। আমি তরুণ বয়সে মরতে চাই না। আমি পরিণত সময়ে ৮০ বা ৯০ বছর বয়সে মরতে চাই।’

এরপর পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে এই পর্তুজিগ তারকা বলেন, ‘আমি পরিবার, বন্ধু-বান্ধব এবং আমার সন্তানের সঙ্গে স্বাভাবিকভাবে চলতে চাই। যতোটা সম্ভব স্বাভাবিক জীবনযাপন করতে চাই। অবসরে আমার সবচেয়ে প্রিয় কাজ হলো আমার সন্তানের সঙ্গে খেলা করা। আমার চারপাশের মানুষগুলো আমাকে সব সময় উদ্দীপনা-অনুপ্রেরণা জুগিয়ে যায়। তারা আমাকে সব সময় ইতিবাচক হতে এবং আগের চেয়ে শক্তিশালী হতে সাহায্য করে। তারাই আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

মুহূর্তগুলো দারুণভাবে উপভোগ করতে চান রোনালদো, ‘আমি মুহূর্তগুলো উপভোগ করতে চাই। আমি ফুটবল খেলতে বেশি পছন্দ করি এবং আমি চাই দর্শকরা যেন আরো বেশি আনন্দ পায়।’

সব সময়ই সেরা হওয়াই তার লক্ষ্য, ‘আমার লক্ষ্য হলো বছরের পর বছর সব সময় সেরা হওয়ার জন্য চেষ্টা করে যাওয়া। এবং এজন্য আমি অনুশীলনে নিজের সেরাটা সব সময় নিংড়ে দেই। আমি সব সময়ই এটি করার চেষ্টা করি (সেরা হওয়ার চেষ্টা) এবং গেল ৮-৯ কিংবা দশ বছর এটি দারুণ কাজ করেছে। সুতরাং আমি আগামীতেও একই কাজ করে যাবো।

গত দুবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো ২০০৮ সালেও ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। গত মৌসুমে ক্যারিয়ার-সেরা ৬১ গোল করলেও লিওনেল মেসির কাছে এবার হার মানবেন বলেই মনে হচ্ছে। তবে ২০০৮ সাল থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতিবারই ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সেরা তিনে জায়গা করে নেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.