চন্দনাইশ মুসলিম সোসাইটির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশঃ মেধাবী শিক্ষাথীরা জাতির অহংকার। মেধাবী শিক্ষার্থীর মাধ্যমে দেশ এগিয়ে যাবে। দেশের উন্নয়নের দ্বারপ্রান্তে পৌছতে হলে মেধাবী জাতি গঠনের লক্ষে শিক্ষার্থীদের যথাযথ পাঠদানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে হবে। তাছাড়া দেশের উন্নয়ন কোনভাবে সম্ভব নয়।

শুক্রবার ৬ এপ্রিল বিকালে চন্দনাইশ মুসলিম সোসাইটি থেকে চন্দনাইশ সদর প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি,ঢাকার সাধারণ সম্পাদক,বার্জার পেইন্টের জেনারেল ম্যানেজার নাজিম উদ্দিন হেলালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে এডিশনার পিপি এড. মো. দেলোয়ার হোসেন, বেসিক ব্যাংকের নির্বাহী ব্যবস্থাপক মোর্শেদুল আলম, প্রফেসর এয়াকুব নবী, উপ-পরিচালক মো. ইয়াছিন। আলোচনায় অংশ নেন শিক্ষক সাইফুল ও প্রফেসার হাসান প্রমুখ।

আলোচনা শেষে পিএসসি, জেএসসি ও এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে সনদও ক্রেস্ট বিতরণ এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.