রাউজানে কুয়েত সংস্থার খাদ্য সামগ্রী অসহায়দের বিতরণ

0

রাউজান সংবাদদাতা : রাউজান পৌর এলাকার ৫ নং ওয়ার্ড সহ আশপাশ এলাকা ১ হাজার গরিব অসহায় নারী পুরুষ পেল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ৭ এপ্রিল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নন্দিপাড়া এস এম পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে সামগ্রী প্রদান উদ্বোধন করেন রাউজান ইউএনও শামীম হোসেন রেজা।

কুয়েত সোসাইটি ফর রিলিফ সংস্থা(ক.ঝ.জ) উদ্যোগে বিশাল এ আয়োজনে প্রজেক্টের দায়িত্বে ছিলেন গোলাম রাব্বানী। গরিব অসহায়দের জন্য ঐ সংস্থার সাথে যোগাযোগ করে রিলিফ রাউজানে দেওয়ার প্রস্তাব দেন ৫ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর সামিমুল ইসলাম চৌধুরী।

বিতরনের সময় উপস্তিত ছিলেন প্রধান শিক্ষক দীপক কুমার মুহুরী,সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,পুলিশ অফিসার ময়নাল,মৌলানা রুহুল আমীন,মাষ্টার মুহাম্মদ ইদ্রীছ,যুবলীগ নেতা মুহাম্মদ নাসের, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম চৌঃ,শাকেরুল আলম জাহেদ,আহছান উল্লাহ রকিব,তানভীর,ফয়সাল,মিনহাজ প্রমুখ। হঠাৎ এ ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আগত খুশি হয়েছেন স্বীকার করলেন অসহায় বেদুরা বেগম,হাসমত আলী,নন্দী দে সহ সামগ্রী নিতে আসা অনেকেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.