পহেলা বৈশাখ উদযাপনে আইন শৃঙ্খলার সমন্বয় সভা

0

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ প্রতি বছরের মত এবারও নববর্ষ ১৪২৫ বাংলা সুষ্ঠু, সুন্দর ও আরো নিরাপদভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে গত ৮ এপ্রিল কোতোয়ালী থানা সহকারী কমিশনারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কর্মকর্তাদের সাথে সি আর বি নববর্ষ উদ্যাপন পরিষদ ও ডিসি হিল নববর্ষ উদ্যাপন পরিষদের কর্মকর্তাদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতি বছরের মত এবারও নববর্ষ আরো সুন্দর, প্রাঞ্জল ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নিরাপত্তা বিষয়ে সার্বিক আলোচনা ও বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়। সি.এম.পি উপ-পুলিশ কমিশনার মোস্তাইন হোসাইন সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

এই সময় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, এডিসি শাহ মোহাম্মদ আবদুর রউফ, এসি জাহাঙ্গীর আলম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসীম উদ্দিন, এস আই মো: হারুন, এস.আই সিআরবি ইনচার্জ গোলাম ফারুক ভুইয়া, সিআরবি নববর্ষ উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও সাহাব উদ্দিন বলি খেলার আহ্বায়ক হাজী মো: শাহাবুদ্দিন, সহ-সভাপতি শেখ শওকত ইকবাল চৌধুরী, নববর্ষ উদ্যাপন পরিষদের সহ-সম্পাদক ও বলি খেলার সদস্য সচিব সজল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিত চৌধুরী টিংকু ও ডিসি হিল নববর্ষ উদ্যাপন পরিষদের কর্মকর্তাদের পক্ষে উপস্থিত ছিলেন সুচরিত দাশ খোকন, আবদুল হাদি, মো: আলী টিটু।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.