সিভিও পেট্রোকেমিক্যাল ব্যাডমিন্টন লিগের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন

0

                                                                                       প্রেস বিজ্ঞপ্তি
সিজেকেএস সিভিও পেট্রোকেমিক্যাল ব্যাডমিন্টন লিগ ২০১৫ এর ফাইনালে লিটল ব্রাদার্সকে ৩-২ সেটে হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। আজ ২৮ আগস্ট শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম জিমন্যাশিয়ামে লিগের ফাইনাল খেলায় পুরুষ এককে ব্রাদার্সের নুরুল হক ২-১ সেটে লিটল ব্রাদার্সের আবু সোহেলকে, মহিলা এককে লিটল ব্রাদার্সের শাপলা ২-০ সেটে ব্রাদার্সের সীমাকে, পুরুষ দ্বৈতে ব্রাদার্সের অরুপ বৈদ্য-পরশ জুটি ২-১ সেটে লিটল ব্রাদার্সের কৌশিক-খালেদ জুটিকে, মহিলা দ্বৈতে লিটল ব্রাদার্সের কৌশিক-শাপলা জুটি ২-০ সেটে ব্রাদার্সের অরুপ বৈদ্য-সীমা জুটিকে এবং পুরুষ এককে ব্রাদার্সের অরুপ ২-০ সেটে লিটল ব্রাদার্সের কৌশিককে পরাজিত করে।
খেলা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কারসহ নগদ আশি হাজার টাকা প্রাইজ মানি প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর নিজাম উদ্দিন মাহমুদ হোসেন। সিজেকেএস যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী লিমিটেড এর পরিচালক মোঃ এমরানুল হক, মাসুক ইনতেজাম, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস নির্বাহী সদস্য আল্লামা মোঃ ইকবাল, মশিউর রহমান চৌধুরী, জিএম হাসান, অহিদ সিরাজ চৌধুরী, কাউন্সিলর দিদারুল আলম চৌধুরী, ডেরিক র‌্যান্ডলফ, আখতারুজ্জামান, এসএম শহিদুল ইসলাম, প্রবীন কুমার ঘোষ, ওমর ফারুক, মোরশেদুল আলম, বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক মনির হোসেন ভুঁইয়া, দিদারুল আলম, মোরশেদ খান, সদস্য নিমশান জাহাঙ্গীর সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।
পাঁচ দিন ব্যাপি এ লিগ পরিচালনায় ম্যাচ রেফারী হিসেবে নিমশান জাহাঙ্গীর, ম্যাচ কন্ট্রোলার হিসেবে মোরশেদ খান এবং আম্পায়ার হিসেবে রাশেদ বিন আমিন চৌধুরী, ফারুক হোসেন, গিয়াসউদ্দীন বাবর, প্রলয় কুমার বড়–য়া, বিপিন কিশোর চৌধুরী দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ফাইনালের শেষ খেলায় আম্পায়ারিংয়ের মাধ্যমে দীর্ঘ ৩০ বছর আম্পায়ার জীবনের অবসর ঘোষণা করেন লিগের ম্যাচ রেফারী নিমশান জাহাঙ্গীর। তিনি সিজেকেএস ব্যাডমিন্টন কমিটি ও বাংলাদেশ ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সোসাইটি সহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.