রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমারের মন্ত্রী

0

শহিদুলইসলাম, কক্সবাজার :: রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন মিয়ানমারের সমাজ কল্যান ত্রান ও পুর্ণবাসন মন্ত্রী ড.উইন মিয়ারে।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে উখিয়ার কুতুপালং শরনার্থী শিবির পরির্দশন কালে তিনি এ কথা বলেন।

বার সদস্যের প্রতিনিধি দল নিয়ে সকাল এগারটার পর কুতুপালং  ক্যাম্পে পেীছান মন্ত্রী ড. উইন মিয়ারে। মিয়ানমারের কোন মন্ত্রীর এটি প্রথম সফর। পরে  ডি ব্লকের  ইউএনএইচ সি অার  কার্যালয়ে  অাশ্রয় নেওয়া  রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘ অালোচনা করেন।

রোহিঙ্গাদের নাগরিকত্ব সহ মর্যাদা ও অধিকার বিষয়ে মিয়ানমার সচেষ্ট থাকার এবং দ্রুত সময়ের মধ্যে তাদের মিয়ানমারের  ফিরিয়ে নেওয়া হবে।

এসময় সাথে ছিলেনন,পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধি, শরনাথী সচিব অাবুল কালাম,অতিরিক্ত জেলা প্রশাসক মায়েদুর রহমান, উখিয়া সার্কেল চাই লাউ মারমা,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিকারুজ্জামান  রবিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.