রোহিঙ্গা পুনর্বাসনে ঋণ নয় পুরোটাই অনুদান দেবে বিশ্বব্যাংক

0

 সিটি নিউজ ডেস্ক :: রোহিঙ্গা পুনর্বাসনে ঋণ নয় পুরোটাই অনুদান হিসেবে দেবে বিশ্বব্যাংক।

ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দপ্তরে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বহুজাতিক সংস্থাটি আগের অবস্থান থেকে সরে এসেছে। বাজেটের আগেই এ বাবদ ৫০ কোটি ডলারের সমপরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা পাওয়া যাবে বলে আশাবাদী অর্থমন্ত্রী।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র বসন্তকালীন বৈঠকে অর্থমন্ত্রীর নেতৃত্বে বেশ বড় একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে।

বহুজাতিক উন্নয়ন সহযোগী সংস্থার বাংলাদেশ কার্যালয়ের পরিচালক চিমিয়াও ফান সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বিশ্ব ব্যাংক থেকে অতিরিক্ত তহবিল প্রাপ্তির বিষয়ে।

২০০৮ সালের পর প্রথমবারের মতো বাজেট সহায়তা বাবদ ৭৫ কোটি ডলার এবং রোহিঙ্গা পুনর্বাসনে অনুদান পাওয়ার বিষয়ে কথা হয়েছে, জানান অর্থমন্ত্রী।

মিয়ানমারের কারণে বাংলাদেশ বাজেট ব্যবস্থাপনা নিয়ে ভয়ঙ্কর চাপে পড়বে শঙ্কা অর্থমন্ত্রীর।

স্থানীয় সময় শনিবার রোহিঙ্গা পুনর্বাসন উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.