সীতাকুণ্ডের কুমিরায় “স্মৃতি ৭১” উদ্বোধন

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ২৩ লাখ ৩৪ হাজার টাকা ব্যায়ে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ স্নৃতি ৭১।
শনিবার(২১এপ্রিল) উদ্বোধন করেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি | ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সাথে কুমিরা এলাকায় মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর সন্মুখ যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানটিতে ‘স্মৃতি ৭১’ নামের এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাহী খন্দকার জহিরুল ইসলাম। পরিষদের সচিব সাব্বির ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আল মামুন, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া ও জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, স্থানীয় ইউ পি চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী প্রমূখ স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি-৭১’এ ভাস্কর্য ও ম্যুরালের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় তুলে ধরা হয়েছে।
স্মৃতিস্তম্ভের মূল অংশের ভাস্কর্যে মুক্তিযোদ্ধারা অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। এর পেছনের স্থাপনায় বাংলাদেশের মানচিত্র নান্দনিকতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। দুই পাশের বিভিন্ন ম্যুরালে স্বাধীনতাযুদ্ধের বিভিন্ন দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে। এসবে ’৫২-এর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, স্বাধীন বাঙালিদের উল্লাসসহ বিভিন্ন পরিস্থিতি উঠে এসেছে।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.