মেয়রের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে ২৬ এপ্রিল ২০১৮ খ্রি. সকালে নগরভবনে মেয়র দপ্তরে থাইল্যান্ডের রাষ্ট্রদূত Ms. Panpimon Suwannapongse সাক্ষাত করেন। সাক্ষাতে তিনি বিন্না ঘাস প্রকল্প ও ঠবঃরাবৎ ঈবহঃবৎ বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন।

থাইল্যান্ডের রাজকন্যা বাংলাদেশে আগমন এবং চট্টগ্রামের বিভিন্ন পাহাড় পরিদর্শনের বিষয়ে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ ও বিভিন্ন প্রস্তাবনার উপর আলোচনা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রাজকন্যা আগমন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকল ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগার পাস মেয়র বাংলো হিল, জিইসির বর্মা হিল, ফয়’স লেক সিটি হিল, ফয়’স লেক বঙ্গবন্ধু হিল, আকবরশাহ হিল সমূহে (ঠবঃরাবৎ এৎধংং) বিন্না ঘাস পাইলট প্রকল্প এবং ঠবঃরাবৎ ঈবহঃবৎ  স্থাপন প্রকল্প বাস্তবায়নে বুয়েটের প্রফেসর ড. শরিফুল ইসলাম কাজ করছেন।

তার সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম সহ সংশ্লিষ্টরাও দায়িত্বে থাকবেন। উল্লেখ্য যে, থাইল্যান্ডের রাজকন্যা মে মাসের শেষ সময়ে চট্টগ্রামে এসে ঠবঃরাবৎ ঈবহঃবৎ  উদ্বোধন করার কথা রয়েছে।

সাক্ষাত বৈঠকে বুয়েটের প্রফেসর ড. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, স্থপতি এ কে এম রেজাউল করিম সহ রাষ্ট্রদূতের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.